
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় পুর্ব শত্রুতার জের ধরে বসত বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা । ৩ এপ্রিল বৃহস্পতিবার আনুমানিক সোয়া ৮ টার সময় এ ঘটনা ঘটানো হয়।

এ ঘটনায় ভুক্তভোগী লাবলু মিয়া বাদী হয়ে, গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা দরবস্ত মধ্যপাড়া গ্রামের লাবলুর সাথে প্রতিবেশী ও আত্নীয় স্বজনদের দীর্ঘকাল ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

গত ২ এপ্রিল, বুধবার লাবলু গোটা পরিবার নিয়ে তার শ্বশুর বাড়ি পাশের ইউনিয়ন মহিমাগঞ্জের জগদীশপুর গ্রামে দাওয়াত খেতে যায়।
এই সুযোগে কে বা কাহারা, তার বসতবাড়ির ভেতরে ঢুকে, আগুন লাগিয়ে দেয়।এতে ঘরে থাকা নগদ, কুড়ি হাজার টাকা, টিভি, ফ্রিজ, ফ্যান, খাট, শোভা শিক্ষার সনদপত্র সহো পুড়ে প্রায় আনুমানিক সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ত্রনে আনে। ঘটনাটির পর থেকে আতংকে রয়েছে ভুক্তভোগী পরিবারটি ।এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা ।
Reporter Name 









