প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৯:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২৫, ৫:৩২ এ.এম
চীনে ভূমিধসে নিখোঁজ অন্তত ৩০
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে শনিবার ভূমিধসে ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি এ খবর জানিয়েছে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টা ৫০ মিনিটে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশ ইবিন শহরের জিনপিং গ্রামে এই ভূমিধস হয়।সিসিটিভি জানিয়েছে, ভূমিধসে ১০টি বাড়ি চাপা পড়েছে, ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকাটিতে এখনো খণ্ড খণ্ড ভূমিধস চলায় এলাকাটি এড়িয়ে চলা উচিত বলছেন স্থানীয়রা।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিখোঁজদের সন্ধান ও উদ্ধারে ‘সম্ভব সব কিছু করার, প্রাণহানি কমানোর এবং পরবর্তী পরিস্থিতি যথাযথভাবে সামলানোর’ নির্দেশ দিয়েছেন।
এদিকে দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক অনলাইন পোস্টে জানিয়েছে, উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে জীবিতদের সন্ধান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত দুজনকে উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া দুর্যোগ মোকাবেলায় ৩০ মিলিয়ন ইউয়ান (প্রায় ৪.১ মিলিয়ন মার্কিন ডলার) বরাদ্দ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ইত্তেফাক/এমএএস
Copyright © 2025 Gaibandha Express. All rights reserved.