
জমি সংক্রান্ত বিরোধের জেরে ৬৭ শতক জমির বোরো ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জেলা সাদুল্যাপুর উপজেলার কিশামত হামিদ গ্রামে।
এ বিষয়ে সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, রাশিদা বেগমের(৬০) ক্রয়কৃত ৬৭ শতক জমি প্রতিপক্ষ সুলতান মোঃ আরেফিন(৫৫) কে চাষাবাদ করার জন্য বর্গা দেয়।
পরে বিরোধপুর্ন জমিটি ভুক্তভোগী রাশিদা বেগম নিজ দখলে নিয়ে বোরো ধানের চারা রোপন করে। এতে ক্ষীপ্ত হয়ে প্রতিপক্ষ আরেফিন ও তার স্ত্রী মনজু বেগম জমিটি তাদের দাবি করে লোকজন নিয়ে গত সোমবার দুপুরে জমিতে থাকা বোরো ধানের চারা গুলো উপড়ে ফেলে।
এতে প্রায় ৬৭ হাজার টাকার ক্ষতি হয়। এমন অবস্থায় খবর পেয়ে ভুক্তভোগীর দুই ছেলে তন্ময় ও ডলার বাধা দিতে গেলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি ।