কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, পুলিশসহ আহত ৬

  • Reporter Name
  • Update Time : 12:09:55 pm, Thursday, 13 February 2025
  • 71 Time View

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রমামাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দাউদকান্দি মডেল থানার এসআই মো. মোহসিন, কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান।

গুরুতর আহত অবস্থায় এসআই মো. মোহসিনকে ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমি ও মৎস প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তুলে আসছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে সেখানে একটি অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ অভিযান চলাকালে অভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একটি দল।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ স্যারকে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

গাইবান্ধায় চীনা বিনিয়োগে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি স্থাপনের দাবি

কুমিল্লায় ম্যাজিস্ট্রেটের ওপর হামলা, পুলিশসহ আহত ৬

Update Time : 12:09:55 pm, Thursday, 13 February 2025

কুমিল্লার দাউদকান্দিতে ভ্রমামাণ আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ ৬ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, দাউদকান্দি মডেল থানার এসআই মো. মোহসিন, কনস্টেবল আতিকুর রহমান, সজল, নুরুল আবসার, ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভূমি কর্মকর্তা জয়নাল আবেদিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সায়রাত সহকারী শাহাদাৎ হাসান।

গুরুতর আহত অবস্থায় এসআই মো. মোহসিনকে ঢাকার পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষীপুর গ্রামে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কৃষি জমি ও মৎস প্রকল্পে অবৈধ ড্রেজার দিয়ে মাটি তুলে আসছে। অভিযোগ পেয়ে বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদের নেতৃত্বে সেখানে একটি অভিযান শুরু করে জেলা প্রশাসন। এ অভিযান চলাকালে অভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একটি দল।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় ম্যাজিস্ট্রেট মো. রেদওয়ান আহমেদ স্যারকে রক্ষা করতে গিয়ে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হোসেনের স্ত্রী সেলিনা ও বোন সাথীকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ বলেন, অবৈধ ড্রেজার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনার সময় অতর্কিত হামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।