
আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ গাইবান্ধা জেলা বিএনপি’র জনসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই উপলক্ষে,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবীতে গাইবান্ধা জেলা বিএনপির জনসমাবেশকে সফলভাবে সম্পন্ন করতে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এই প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, গাইবান্ধা সদর উপজেলা যুবদলের আহবায়ক মো: ইউনুছ আলী দুখু,সদস্য সচিব অ্যাড. খন্দকার আল- আমিন ।
এছাড়াও উপস্থিত ছিলেন গাইবান্ধ শহর যুবদলের আহবায়ক মামুনুর রহমান পরাগ,ভারপ্রাপ্ত সদস্য সচিব মাহমুদুর রহমান রতন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সায়েম মণ্ডল সহ অনেকে।