
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার লাটশালা গ্রামে জোর করে বিধবা মহিলার বসতবাড়ি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলার পৌর শহরের সমবায় মার্কেটের ২য় তলায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিধবা নারী ভুক্তভোগী মোছাঃ মাজেদা বেগম(৪২)। তিনি জানান, বিয়ের পর থেকে তিনি তার স্বামী সহ স্বামীর পৈত্রিক বসতভিটায় বসবাস করেন। স্বামীর সংসার করা কালে কন্যা সন্তানের জন্ম হয়।
কন্যা সন্তান প্রাপ্ত বয়স্ক হওয়ায় বিবাহ দেন। কিছু দিন পুর্বে তার স্বামী মারা গেলে তার ভাগিশরিক নুর ইসলাম, সবুর মিয়া, রিয়াজুল , রহমান, জিয়ারুর হক, আব্দুস সালাম, দেলওয়ার হোসেন, রেজাউল স্বামীর দেওয়া বসতভিটা সহ ঘরবাড়ি জোর পুর্বক দখল করে নিয়ে তাকে নানা রকম হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেয়।
তিনি নিরুপায় হয়ে অতিকষ্টে মানুষের বাড়িতে বাড়িতে অবস্থান করে বেড়াচ্ছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলেও তার কোন প্রতিকার পান নি। তিনি আরো জানান, তিনি একজন স্বামী হারা বয়স্ক মহিলা। তার ইনকামের কোন উপায় নেই।
বসতবাড়ির সকল ঘরে তালা দিয়ে রাখা হয়েছে। সেখানে তিনি যেতে পারছেন না। সেখানে গেলে তারা তাকে হত্যা করতে পারে। এমন অবস্থায় তিনি যাতে তার স্বামীর দেওয়া বসতভিটাতে ঢুকে শান্তিতে বসবাস করতে পারে তার জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন ভুক্তভোগী মাজেদা বেগমের পরিবারের সদস্যগন সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।