জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা বাজারে অবস্থিত জুনাইদ মটরস এর পরিচালক মিলনের বিরুদ্ধে প্রতারনার অভিযোগ তুলেছে ভুক্তভোগী জানকী রানী ।
এ বিষয়ে সাদুল্যাপুর থানায় অভিযোগ দেন তিনি। অভিযোগের বিবরনী থেকে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামের নির্মল চন্দ্রের স্ত্রী জানকী রানী(৩৩) বিগত ২ বছর আগে সাদুল্যাপুরের নলডাঙ্গা বাজারের জুনাইদ মটরস এর কাছে থেকে ১৬০ সিসির একটি বাজাজ পালসার মোটরসাইকেল ক্রয় করে এবং শো রুম থেকে তাকে বিক্রয় রশিদ প্রদান করা হয়।
মটরসাইকেলটি কিনে আনার পর যথারিতি ব্যবহার করতে থাকে এবং ভুক্তভোগী জানকী রানী সাংসারিক কাজে ব্যস্ত থাকায় মোটরসাইকেলটির কাগজপত্র শোরুম থেকে নিয়ে আসতে পারে নী।
মোটরসাইকেলটির রেজিষ্ট্রেশন করা অতি জরুরি হওয়ায় মোটর সাইকেলের কাগজপত্র চাইলে জুনাইদ মটরস এর পরিচালক মিলন তা দিতে ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী জানতে পারে শো রুম রুমের পরিচালক মিলন প্রতারনা করে তার স্বামীর নামে ক্রয়কৃত মোটরসাইকেলের কাগজপত্র অন্য ব্যক্তিকে দিয়েছে।