গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 02:51:41 pm, Wednesday, 26 February 2025
  • 105 Time View

আজ দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান,ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা শাখার সহ সমন্বয়কারী কাফি ইসরাম লিমন , ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম  জেলা শাখার সহ সমন্বয়কারী রাইয়ান রিফাত, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন , শিক্ষক ও সমাজসেবক এস.এম মনিরুরজ্জামান সবুজ, গণমাধ্যম কর্মী আতিক বাবু ও  ফেরদাউস জুয়েল, জাসদের গাইবান্ধার জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী সহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, ইট ভাটায়  কাঠ,কয়লা ব্যাবহার করে ইট পোড়ানোর কাজ করিতেছে সাথে ইট পোড়ানোর পরবর্তীতে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে  ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানির দূষিত হচ্ছে যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে যা আমাদের মানুষ ও পরিবেশ এর জন্য খুবই ক্ষতিকারক

বক্তারা আরো বলেন,পরিবেশের জন্য ক্ষতিকর সকল অবৈধ ইটভাটা বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Tavir Rahman

Popular Post

গাইবান্ধায় অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

Update Time : 02:51:41 pm, Wednesday, 26 February 2025

আজ দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে গার্ডিয়ান অফ ক্লাইমেট অ্যাকশনের সার্বিক সহযোগিতায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের বিভাগীয় সমন্বয়ক মারুফ হাসান,ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের গাইবান্ধা জেলা শাখার সহ সমন্বয়কারী কাফি ইসরাম লিমন , ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের কুড়িগ্রাম  জেলা শাখার সহ সমন্বয়কারী রাইয়ান রিফাত, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন , শিক্ষক ও সমাজসেবক এস.এম মনিরুরজ্জামান সবুজ, গণমাধ্যম কর্মী আতিক বাবু ও  ফেরদাউস জুয়েল, জাসদের গাইবান্ধার জেলা শাখার আহবায়ক গোলাম রব্বানী সহ অন্যান্যরা ।

বক্তারা বলেন, ইট ভাটায়  কাঠ,কয়লা ব্যাবহার করে ইট পোড়ানোর কাজ করিতেছে সাথে ইট পোড়ানোর পরবর্তীতে তার অবশিষ্ট কাঠ কয়লা কৃষি জমি ও জলাশয়ে  ফেলার ফলে কৃষি জমির উর্বরতা ও জলাশয়ে ফেলার ফলে পানির দূষিত হচ্ছে যার ফলে পানির ইকো-সিস্টেম নষ্ট হচ্ছে যা আমাদের মানুষ ও পরিবেশ এর জন্য খুবই ক্ষতিকারক

বক্তারা আরো বলেন,পরিবেশের জন্য ক্ষতিকর সকল অবৈধ ইটভাটা বন্ধ না করা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।