
সুন্দরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার একটি মজা পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ সীচা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গ্রামের নাহিদ মিয়ার ছেলে মোমিন মিয়া (৫) ও একই গ্রামের মাইদুল ইসলামের ছেলে মোরছালিন মিয়া (৬)।
স্থানীয়রা জানান, আজ সকালের দিকে বাড়ির পাশে খেলছিল ওই শিশুরা। এরই মধ্যে সবার অজান্তে পুকুরের পানিতে পড়ে যায়। এ ঘটনার খবর পেয়ে স্বজনরা এসে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম আজাদ বলেন, ওই স্থানে পুকুরের পানিতে ডুবে দু’শিশু মারা গেছে। এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।