মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশকে ফাঁকি দিতে ৯ কোটি টাকার দুল গিলে ফেলল চোর

  • Reporter Name
  • Update Time : ০২:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ১০৯ Time View

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পুলিশ দুই সপ্তাহেরও বেশি সময় আগে এক অভিযুক্ত চোর বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩৪ লাখ (৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার) টাকার বেশি মূল্যের কানের দুল গিলে ফেলেছিল। অবশেষে পুলিশ সেই দুই জোড়া কানের দুল উদ্ধার করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারের সময় টিফানি অ্যান্ড কোং-এর হীরার তৈরি দুই জোড় কানের দুল গিলে ফেলেছিল। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, আটকের পর গিল্ডারকে ‘১২ দিনেরও বেশি’ অরল্যান্ডোর একটি হাসপাতালে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। এই সময় পর তাঁর শরীর থেকে কানের দুলগুলো বের করে আনা হয়।

গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং মহাচুরির অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযোগ করেছে, গিল্ডার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এক খেলোয়াড়ের সহকারির ভান ধরেছিল, যাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে টিফানি অ্যান্ড কোং স্টোরের একটি ভিআইপি রুমে তাঁকে ‘অত্যন্ত উচ্চমানের গয়না’ দেখানো হয়।

অভিযোগ অনুসারে, গিল্ডার স্টোরের কর্মচারীদের বিভ্রান্ত করেছিল, তারপর দুটি জোড়া কানের দুল নিয়ে দোকান থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন দোকান থেকে পালানোর সময় ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরার আংটিও ফেলে দেয় বলে জানা গেছে।

সেদিনই পরে পুলিশ যখন তাঁকে ধরে ফেলে এবং তারা অনুমান করে গিল্ডার ‘কয়েকটি বস্তু গিলে ফেলছে, যেগুলি চুরি করা কানের দুল বলে মনে করা হচ্ছে।’ সিবিএস নিউজ জানিয়েছে, গিল্ডারকে জেলে নিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা তাঁকে বলতে শোনেন, ‘আমার উচিত ছিল সেগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া।’

জেলে জিজ্ঞাসাবাদের সময় গিল্ডার কর্মীদের জিজ্ঞাসা করেছিল, ‘আমার পেটে যা আছে তার জন্য কি আমাকে অভিযুক্ত করা হবে?’ পরে পুলিশ একটি এক্স-রে প্রকাশ করে, যাতে দেখা যায় ওই ব্যক্তির পেটের ভেতরে অজানা বস্তু আছে।

অরল্যান্ডো পুলিশ বলেছে, তারা গিল্ডারকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং প্রায় দুই সপ্তাহ ধরে তাকে পর্যবেক্ষণ করে। পুলিশ তদন্তকারী এ্যারন গস বলেছেন, গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

পুলিশকে ফাঁকি দিতে ৯ কোটি টাকার দুল গিলে ফেলল চোর

Update Time : ০২:৫৮:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের পুলিশ দুই সপ্তাহেরও বেশি সময় আগে এক অভিযুক্ত চোর বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩৪ লাখ (৭ লাখ ৬৯ হাজার ৫০০ ডলার) টাকার বেশি মূল্যের কানের দুল গিলে ফেলেছিল। অবশেষে পুলিশ সেই দুই জোড়া কানের দুল উদ্ধার করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পুলিশ জানিয়েছে, ৩২ বছর বয়সী জেথান গিল্ডার গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারের সময় টিফানি অ্যান্ড কোং-এর হীরার তৈরি দুই জোড় কানের দুল গিলে ফেলেছিল। অরল্যান্ডো পুলিশ জানিয়েছে, আটকের পর গিল্ডারকে ‘১২ দিনেরও বেশি’ অরল্যান্ডোর একটি হাসপাতালে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছিল। এই সময় পর তাঁর শরীর থেকে কানের দুলগুলো বের করে আনা হয়।

গিল্ডারের বিরুদ্ধে মাস্ক পরে ডাকাতি এবং মহাচুরির অভিযোগ আনা হয়েছে। পুলিশ অভিযোগ করেছে, গিল্ডার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের এক খেলোয়াড়ের সহকারির ভান ধরেছিল, যাতে ফ্লোরিডার অরল্যান্ডোতে টিফানি অ্যান্ড কোং স্টোরের একটি ভিআইপি রুমে তাঁকে ‘অত্যন্ত উচ্চমানের গয়না’ দেখানো হয়।

অভিযোগ অনুসারে, গিল্ডার স্টোরের কর্মচারীদের বিভ্রান্ত করেছিল, তারপর দুটি জোড়া কানের দুল নিয়ে দোকান থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন দোকান থেকে পালানোর সময় ৫ লাখ ৮৭ হাজার ডলার মূল্যের একটি হীরার আংটিও ফেলে দেয় বলে জানা গেছে।

সেদিনই পরে পুলিশ যখন তাঁকে ধরে ফেলে এবং তারা অনুমান করে গিল্ডার ‘কয়েকটি বস্তু গিলে ফেলছে, যেগুলি চুরি করা কানের দুল বলে মনে করা হচ্ছে।’ সিবিএস নিউজ জানিয়েছে, গিল্ডারকে জেলে নিয়ে যাওয়ার সময় কর্মকর্তারা তাঁকে বলতে শোনেন, ‘আমার উচিত ছিল সেগুলো জানালা দিয়ে ফেলে দেওয়া।’

জেলে জিজ্ঞাসাবাদের সময় গিল্ডার কর্মীদের জিজ্ঞাসা করেছিল, ‘আমার পেটে যা আছে তার জন্য কি আমাকে অভিযুক্ত করা হবে?’ পরে পুলিশ একটি এক্স-রে প্রকাশ করে, যাতে দেখা যায় ওই ব্যক্তির পেটের ভেতরে অজানা বস্তু আছে।

অরল্যান্ডো পুলিশ বলেছে, তারা গিল্ডারকে একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং প্রায় দুই সপ্তাহ ধরে তাকে পর্যবেক্ষণ করে। পুলিশ তদন্তকারী এ্যারন গস বলেছেন, গিল্ডার বর্তমানে অরেঞ্জ কাউন্টি জেলে আটক রয়েছে।