শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : 02:32:09 pm, Wednesday, 26 March 2025
  • 13 Time View

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।

যদিও সিরাজুম মুনিরা দাবি করেছেন, এই পোস্ট তিনি দেননি। তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

সরাইল উপজেলার এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে বুধবার সকালে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়া হয়। এ ঘটনার পর পরই সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এর পর তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর পোস্টটি ডিলিট করা হয়। পরে আরেকটি পোস্ট করা হয়। এতে প্রথম পোস্টটি ফেসবুক আইডি হ্যাক করে করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনাকে নাটক দাবি করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি এসিল্যান্ডের অপসারণ দাবি করেন।

এসিল্যান্ডের ফেসবুক পোস্টতে লেখা ছিল- ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে, মুক্তির সীমানা। ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন- বাংলাদেশ স্বাধীন! এর পর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬ মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ন্যায়বিচার থাকবে সুসংহত। অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যাহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এ দেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। তারা এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং আইডিটি হ্যাক হয়েছিল বলে দাবি করা হয় ।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নির্দেশে তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএসডি করা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট, এসিল্যান্ড প্রত্যাহার

Update Time : 02:32:09 pm, Wednesday, 26 March 2025

শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে তাকে প্রত্যাহার করা হয়।

যদিও সিরাজুম মুনিরা দাবি করেছেন, এই পোস্ট তিনি দেননি। তার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

সরাইল উপজেলার এসিল্যান্ডের ফেসবুক আইডি থেকে বুধবার সকালে শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে পোস্ট দেওয়া হয়। এ ঘটনার পর পরই সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্বাধীনতার দিবসের কুচকাওয়াজে গেলে সেখানে বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন এসিল্যান্ড সিরাজুম মুনিরা কায়ছান। এর পর তিনি সেখান থেকে ফিরে আসতে বাধ্য হন। এর প্রায় পৌনে এক ঘণ্টা পর পোস্টটি ডিলিট করা হয়। পরে আরেকটি পোস্ট করা হয়। এতে প্রথম পোস্টটি ফেসবুক আইডি হ্যাক করে করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনাকে নাটক দাবি করেন সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু। তিনি এসিল্যান্ডের অপসারণ দাবি করেন।

এসিল্যান্ডের ফেসবুক পোস্টতে লেখা ছিল- ‘পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে, মুক্তির সীমানা। ১৯৭১ সালে ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন- বাংলাদেশ স্বাধীন! এর পর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬ মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল। আমাদের স্বপ্ন একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি গণতন্ত্র, মানবাধিকার ন্যায়বিচার থাকবে সুসংহত। অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যাহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এ দেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা

মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া হয়। তারা এসিল্যান্ডের অপসারণ দাবি করেন। পরে পোস্টটি মুছে ফেলা হয় এবং আইডিটি হ্যাক হয়েছিল বলে দাবি করা হয় ।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। আইডিটি হ্যাক হয়েছিল। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নির্দেশে তাকে প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ওএসডি করা হয়েছে।’