বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন – গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে গাছের উপরে বিশেষ কায়দায় রক্ষিত একটি ঔষধের বোতল থেকে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ইয়াবাসহ ২ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২

Update Time : ০২:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫

গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার ২
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টায় গাইবান্ধা সেনা ক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি যৌথ টিম এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন – গোবিন্দগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামের বাসিন্দা মৃত ইয়াছিন ব্যাপারির ছেলে একরাম ব্যাপারি (৪০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে শুভ মিয়া (২৬)।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে যৌথ বাহিনী পৌরসভার বুজরুক বোয়ালিয়া (হীরকপাড়া) গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী একরাম ব্যাপারিকে গ্রেফতার করে। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে ইয়াবা ট্যাবলেট কিনতে আসা শুভ মিয়া পালানোর চেষ্টা করলে তাকেও গ্রেফতার করা হয়। এসময় মাদক ব্যবসায়ীর বসতবাড়িতে গাছের উপরে বিশেষ কায়দায় রক্ষিত একটি ঔষধের বোতল থেকে মোট ১৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদকদ্রব্য বিক্রি কাজে ব্যবহৃত ৪টি মোবাইল জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ইয়াবাসহ ২ জনকে গ্রেফতারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।