৩১শে মার্চ ২০২৫ইং সোমবার সকাল ৮ টার সময় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে পবিত্র ঈদুল ফিতরের নামায অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ সদস্যদের সাথে পবিত্র ঈদুল ফিতরের মাঠের নামায আদায় করেন জেলা পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা সহ তার পরিবারের সদস্যগন। পরে সকল শহিদদের স্বরনে ও বিশ্ব শান্তির জন্য দোয়া এবং মোনাজাতের মধ্যে দিয়ে নামায শেষ হয়। নামায শেষে উপস্থিত সকল মুসলমানদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এরপর দুপুর ২ টায় পুলিশ লাইন্সের মেসে জেলা পুলিশের আয়োজনে প্রিতি ভোজের আয়োজন করা হয়।
প্রীতিভোজে অংশগ্রহণকৃত জেলা পুলিশের সকল অফিসারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং খাবার পরিদর্শন করেন পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা।
এ সময় উপস্থিত ছিলেন ক্রাইম এন্ড অপস বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল)ধ্রুব জ্যোতিময় গোপ (বিপিএম) সহকারী পুলিশ সুপার সি সার্কেল (বিভাগীয় অফিসার) এবিএম রশিদুল বারী সহ জেলা পুলিশের উদ্ধতন কর্মকর্তা কর্মচারীগন।