বীর মুক্তিযোদ্ধা হিরুর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
গাইবান্ধা প্রেস ক্লাবের সাংগাঠনিক সম্পাদক, গ্লোবাল টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি আতিকুর রহমান আতিক বাবুর পিতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম হিরু'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।
মরহুমের নামাযে জানাযা আজ মঙ্গলবার বাদ আছর বল্লমঝার ইউনিয়নের মাঠের পাড় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় গাইবান্ধা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য গণসহ উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি,সদর থানার অফিসার ইনচার্জ,বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি সাইফুল আলম সাজা সহ বীর মুক্তিযোদ্ধাগণ , বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ জানাজায় অংশ নেয়।