
গাইবান্ধা জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ এপ্রিল ২০২৫ ইং বৃহস্পতিবার বিকাল ৪ টায় জেলা বিএনপির কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের আয়োজনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের জেলার আহব্বায়ক বিপুল কুমার দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু কুমার দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক।
এতে প্রধান বক্তা ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্রী সত্যজিৎ কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি মোঃ শহীদুজ্জামান শহীদ, মোঃ আব্দুল আউয়াল আরজু, আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ, সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল নবী টিটুল।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলার ৭ টি উপজেলার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের বিভিন্ন স্তরের নেতাকর্মীগন সহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট সংগঠনটি তারেক রহমানের নিজের হাতে গড়া সংগঠন।
সংগঠনটি বিএনপির পাশে অতিতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে ।এ সময় সংগঠনটির নানা রকম সমস্যা ও সমাধানের বিষয় তুলে ধরা হয় ।