
জেলার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন(৪০)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ৬ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় এ ঘটনায় ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার চন্দিয়া নয়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
সে পেশায় একজন রাজমিস্ত্রী। পরিবার সুত্রে জানা যায়, নিহত রুহুল আমিনের সাথে প্রতিবেশী আনিসের ১ বিঘা জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছিল। নিহত রুহুল আমিনের বোন সাগরিকা তাদের ভোগকৃত জমি থেকে ১ গামলা মাটি কেটে আনতে গেলে তারা বাধা দেয়।
পরে রুহুল আমিন, তার, স্ত্রী মোছলেমা, ছেলে মেরাজ ও ভাই রুবেল ঘটনাস্থলে গেলে তাদের সাথে একপ্রকার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আনিস,তার সহযোগী এনামুল, মজনু, মহতাব, মুরাদ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ।
এতে ঘটনাস্থলে রুহুল আমিন সহ তার পরিবারের ৩ জন আহত হয়।রুহুল আমিনের অবস্থা গুরুতরো হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে রুহুল আমিন নামে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।