
জেলার ফুলছড়ি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় রুহুল আমিন(৪০)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ৬ এপ্রিল রবিবার বিকেল ৩ টায় এ ঘটনায় ঘটে। নিহত রুহুল আমিন উপজেলার চন্দিয়া নয়াবাড়ি গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।
সে পেশায় একজন রাজমিস্ত্রী। পরিবার সুত্রে জানা যায়, নিহত রুহুল আমিনের সাথে প্রতিবেশী আনিসের ১ বিঘা জমি নিয়ে দীর্ঘকাল ধরে বিরোধ চলে আসছিল। নিহত রুহুল আমিনের বোন সাগরিকা তাদের ভোগকৃত জমি থেকে ১ গামলা মাটি কেটে আনতে গেলে তারা বাধা দেয়।
পরে রুহুল আমিন, তার, স্ত্রী মোছলেমা, ছেলে মেরাজ ও ভাই রুবেল ঘটনাস্থলে গেলে তাদের সাথে একপ্রকার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে আনিস,তার সহযোগী এনামুল, মজনু, মহতাব, মুরাদ দেশীয় অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায় ।
এতে ঘটনাস্থলে রুহুল আমিন সহ তার পরিবারের ৩ জন আহত হয়।রুহুল আমিনের অবস্থা গুরুতরো হলে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো: হাফিজুর রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে রুহুল আমিন নামে একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 















