
গাইবান্ধা জেলা সাদুল্যাপুর উপজেলা থেকে ৯৪ বোতল ফেন্সিডিল, ২ টি মোটরসাইকেল জব্দ সহ ২ জন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র্যাব -১৩।
৮ এপ্রিল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপ্রিল সোমবার দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের কড়াইপাড়া মোড় সংলগ্ন শুভ টেলিকমের সামনে নলডাঙ্গা হতে সাদুল্যাপুর পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম(৪৮)ও খোকন শেখ(৪২) এর কাছে থেকে ৯৪ বোতল ফেন্সিডিল জব্দ তাদের গ্রেফতার করা হয়।
সাথে মাদক কারবারীতে ব্যবহারিত ২ টি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতার আপন ২ ভাই আব্দুল কাইয়ুম ও খোকন শেখ রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের নিউ জুম্মা পাড়া এলাকার রহম আলী শেখের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাদুল্যাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।