
বসত বাড়িতে হামলার অভিযোগে ২৪ জনের বিরুদ্ধে চলতি বছরে ২০২৫ সালে ২৩ শে মার্চ রবিবার ফুলছড়ি থানায় মামলা দায়ের হয় । মামলা নং – ০৯ ।মামলা দয়ের করায় আসামিরা গত ১০ এপ্রিল তারিখে গাইবান্ধা বিজ্ঞ আদালত থেকে ১৯ জন আসামী জামিন নিয়ে বাদীকে মামলা তুলে নেয়ার জন্য হুমকী প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
মামলা তুলে না নিলে তাদের কে হত্যার হুমকি দেয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২৮ শে ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৫ টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের মাগরীঘাট গ্রামে জমিজমা সংক্রান্তের জের ধরে ধারালো অস্ত্র, রড লাঠি সোটা নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে একই গ্রামের সন্ত্রাসী,মামলাবাজ ও ভুমি দস্যু রুহুল আমিন,শাহীন,ও রফিকের নেতৃত্ব বসতবড়ি আঙ্গিনায় প্রবেশ করে হামলা চালিয়ে আব্দুল বারী,আব্দুল কাদের, বাবলু মিয়া,রফিকুল ,মকবুল,সোহেল,সাইফুল,অনজনা সহ ৮ জন গুরুতর আহত হয়।
বসত বাড়ির ঘর বাড়ির ভেঙ্গে ফেলে টাকা পয়সা সোনা সহ মুল্যবান মালামাল লুট করা হয়। আহতদের মধ্যে অনেকের স্বাস্থ্য ঝুকিতে রক্তক্ষন হওয়ায় দ্রত গতিতে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
তাদের মধ্য রফিকুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল হাসপাতালে নেয়া হয়। বসত বাড়িতে হামলার ঘটানায় ফুলছড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্ত করে মামলাটি রেকর্ড করে বিজ্ঞ আদালতে পাঠিয়ে দেয়।