জেলা পৌর শহরের তাজ সিদ্দিক শপিং কমপ্লেক্সের ২য় তলায় শখ গ্যাজেট গ্যালাক্সি নামে একটি মোবাইলের শো রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে আছরের নামাযের পর ফিতা কেটে এই শো রুমের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শোরুমের স্বত্বাধিকারী শহিদুল ইসলাম স্বপনের মেয়ে আলভি ইসলাম শখ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী,গণমান্যবক্তিগন সহ অনেকে।
উদ্বোধন শেষে ডেভিড কোম্পানি পাড়া বায়তুল হাম জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মাসুদ দেশ জাতি সহ শোরুমের কল্যান কামনায় দোয়া করেন।