গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদন।
বাংলা ও বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক, প্রাণের উৎসব 'পহেলা বৈশাখ' ও বর্ষবরণ অনুষ্ঠান গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
বাঙালির জীবনে আনন্দ বয়ে আনতে প্রতি বছর এই দিনে গাইবান্ধা স্বাধীনতা প্রাঙ্গণে উদযাপিত হয়ে থাকে পহেলা বৈশাখ' ও বর্ষবরণ অনুষ্ঠান।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
সোমবার সকালে স্থানীয় পৌরপার্ক থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে অংশ নেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, পুলিশ সুপার নিশাদ এ্যঞ্জেলা, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা.মঈনুল হাসান সাদিক,সাধারণ সম্পাদক মাহমুদুনব্বী টিটুলসহ অন্যান্যরা।
এছাড়াও নববর্ষ উপলক্ষে স্বাধীনতা প্রাঙ্গণে দুইদিনব্যাপী বৈশাখী মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন।