
গাইবান্ধায় জেলা সদরে পাশাপাশি মুদি দোকান দেওয়া কে কেন্দ্র করে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের নারী ও পুরুষ সহ ৫ জন আহত হয়েছে।
বোয়ালী ইউনিয়নের পুর্ব খামার বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে গাইবান্ধা সদর অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ ও সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী লাভলী বেগমের বড় ছেলে রাজিব মিয়া তার বাড়ির সামনে একটি মুদির দোকান দিয়ে ব্যবসা করতেছিলো।
মুদির দোকান টি দেওয়ার পর থেকে পাশে আরেক মুদি দোকানদার হাবিজলের এ নিয়ে বিরোধ চলে আসছিল। পরে এই বিরোধ কে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ৯ টার সময় হাফিজল তার দুই ছেলে ইব্রাহিম ও আসাদুল, ৩ ভাতিজা ইছা, ইউসুফ, মুসা, ভাগিনা চঞ্চল, বোন সপ্না, ভাই মিলন ও ভাবি মর্জিনা ও তার কয়েকজন সহযোগী সহ দেশীয় অস্ত্র নিয়ে লাভলী বেগমের বাসায় হামলা চালায়।
এতে লাভলী বেগম সহ তার দুই ছেলে রাজিব ও রাকিব বাধা দিতে গেলে তাদেরও ওপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে লাভলীর ২ ছেলের বউ সানজিদা ও শিরিনা তাদের উদ্ধার করতে আসলে তাদের কেও এলোপাতাড়ি মারপিট করা হয়।
বড় ছেলের বউ ৪ মাসের গর্ভবতী শিরিনা কে পেটে লার্থি মেরে জখম করা হয় ও ছোট ছেলের বউ সানজিদার হাত ভেঙ্গে দেওয়া সহ শ্লীলতাহানি ঘটনো হয় এবং দোকানের ক্যাশবাক্সে থাকা এক লক্ষ টাকা লুটপাট করা হয়।
তাদের সবার আত্নচিৎকারে আশেপাশে লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ত্রনে এনে আহতদের গাইবান্ধা সদর হাসপাতালে পাঠায়।
Reporter Name 
























