
গাইবান্ধায় পেপার বিক্রেতা ও অটোরিকশা চালক আনিছুর রহমান ঠান্ডা’র নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনসাধারণ।
রবিবার সকাল ১০ টায় জেলা শহরে আসাদুজ্জামান মার্কেট সংলগ্ন ট্রাফিক মোড়ে শতশত বিক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে ঘন্টাব্যাপী সময় ধরে অবস্থান নেন।এতে করে পুরাতন জেলখানা মোর থেকে ডিসি অফিস পর্যন্ত দুই পাশে রাস্তায় যানযট সৃষ্টি হয়।
বিক্ষোভ মিছিলে সংহতি জানিয়ে অংশ নেন জেলার কর্মরত পেপার বিক্রেতা,অটোরিকশা শ্রমিক, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় জনসাধারণ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, পেপার বিক্রেতার আনিছুর রহমান ঠান্ডা কে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদের কে আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের ও হুশিয়ারী দেন।
সেই সঙ্গে পেপার বিক্রেতা আনিছুর রহমান ঠান্ডা স্ত্রী ও ছেলে আসামিদের গ্রেফতার করে ফাঁসি দাবি জানান।