মে দিবসের চেতনায়—
ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলার আহ্বানে ‘বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন’- গাইবান্ধা জেলার উদ্যোগে এর সমাবেশ ও মিছিল
অনুষ্ঠিত হয় ----
আজ মহান মে দিবস উপলক্ষে আজ বেলা ১২ টায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন গাইবান্ধার সমাবেশ বাসদ (মার্কসবাদী) কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমরেড বাসদ মার্কসবাদী জেলা আহ্বায়ক আহসানুল হাবিব সাঈদ, সংগঠনের সহ-সভাপতি মাহাবুবর রহমান সিজু, খোরশেদ আলম, জব্বু মিয়া প্রমুখ। বক্তা গন বলেন আজকের এই দিনে ছিল শ্রমজীবি মানুষের অধিকারের দিন ১৯৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবি, নিরাপদ কর্মপরিবেশ, শ্রমিক নির্যাতন বন্ধের দাবিতে আন্দোলন করেন সেই আন্দোলনে অনেক শ্রমিক নিহত হয়।। তাদের এই আত্মত্যাগের মধ্যেদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিলো তখন থেকে মে দিবস পালিত হয়। মে দিবস পালিত হলেও শ্রমিকরা আজও শ্রমিক রা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত তাদের ৮ ঘন্টা কর্মদিবস, কর্মপরিবেশ ও নিশ্চিত হয়নি তাই মে দিবসে বক্তা গন বলেন মে দিবস উদযাপন হচ্ছে কিন্তু শ্রমিকরা তার আজও মর্যাদা তার অধিকার প্রতিষ্ঠত করতে পারেনি তাই মে দিবসের চেতনা কে ধারন করে শ্রমিকদের অধিকার মর্যাদা এবং বৈষম্যহীন সমাজ নির্মাণের সমাজতান্ত্রিক তথা সাম্যবাদী চেতনা এগিয়ে নিতে আহ্বান জানান। বক্তাগন গাইবান্ধা জেলার অটো চালক আতিক হত্যা কারিদের দৃষ্টান্তমূলক শাস্তি জানান। সেই সাথে ক্ষেতে খামারে হোটেল সহ বিভিন্ন জায়গায় নারী শ্রমিক দের মুজরি বৈষম্য কমানোর দাবি জানান।শেষে জেলা শহরে মিছিল অনুষ্ঠিত হয়।