রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনমনীয় অবস্থানের প্রেক্ষাপটে ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় মধ্যস্থতার ভূমিকায় আর থাকছে না যুক্তরাষ্ট্র। এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও একই সুরে কথা বললেও এবার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ২ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, আমরা সহযোগিতা অব্যাহত রাখবো, তবে মধ্যস্থতাকারী হিসেবে বৈঠক আয়োজনের প্রক্রিয়া থেকে আমরা সরে যাচ্ছি। এখন সময় এসেছে যুদ্ধ বন্ধে বাস্তবসম্মত ও সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সরাসরি আলোচনা শুরু করার।
ক্রেমলিন এর আগেও শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করলেও, গত সপ্তাহে তারা যুক্তরাষ্ট্রের দেওয়া এক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওই প্রস্তাবে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের অঞ্চলগুলোকে আন্তর্জাতিক স্বীকৃতি না দেওয়ার অবস্থান ছিল।