
গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে জমিতে থাকা বাঁশের ঘিরা ভাংচুর সহ দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী ফারুক(৪০) সাদুল্যাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অ়ভিযোগের বিবরনী থেকে ও সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার প্রতাপ গ্রামের ফারুকের সাথে তার ২ চাচা বক্কর বেপারি ও আকবর আলী এবং ভাই আতোয়ার বেপারীর সাথে পিতার কাছ থেকে পাওয়া ১১ শতক জমি নিয়ে দীর্ঘ কাল ধরে বিরোধ চলে আসছে।
এনিয়ে স্থানীয় ভাবে সালিশ হলে প্রতিপক্ষগন বিরোধপুর্ন জমিটির কোনো দলিল দেখাতে পারেনী। পরে গতকাল রবিবার সন্ধ্যায় জমিটির চারপাশে বাশ দিয়ে ঘিরা দেয় ফারুক।
পরের দিন সোমবার সকালে তারা বাড়িতে কেউ না থাকায় এই সুযোগে প্রতিপক্ষগন জমিটির চারপাশে থাকা বাশেঁর ঘিরা ভাংচুর করে ফারুকের বাড়ির সামনে এনে রেখে দেয়।
পরে বাড়িতে এসে ফারুক বিষয় টি দেখতে পেয়ে প্রতিপক্ষগের কাছে এ বিষয়ে জানতে চাইলে তাকে নানা রকম হুমকি দেয়। ঘটনাটির পর থেকে নিরাপত্তাহীনতায় রয়েছে ভুক্তভোগী পরিবারটি।