
ছিনতাইকারীদের হাতে গাইবান্ধা জেলা পৌর শহরের ডিসি অফিস এলাকার নবম শ্রেণির শিক্ষার্থী মো জীবন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবিতে পুলিশ সুপারের কার্যালয় গেট বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জীবন হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের দাবিতে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
পরে শিক্ষার্থীরা আসামীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে গেট বন্ধ করে ঘন্টাব্যাপী অবস্থান নেন।
পরবর্তীতে পুলিশ সুপারের আশ্বাস পেয়ে সাধারণ শিক্ষার্থীরা পুলিশ সুপারের কার্যালয়ের গেটে খুলে দেয়। এসময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, তাদের সহপাঠীকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সেই সঙ্গে আসামীদের গ্রেফতারের জন্য আগামী ৪৮ ঘন্টার সময় বেধে দেন শিক্ষার্থীরা।