
মঙ্গলবার সকালে জেলার শহরে নিউ মাকের্টের দেশী ভোজনের হল রুমে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় গাইবান্ধা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। ওয়ার্ল্ড ভিশনের চলমান প্রকল্প, বিশেষ করে শিশু অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয় ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন দেবাশীর্ষ রজন সরকার এবি স্পেন ম্যানেজার, আলভি হোসেন কমিউনিকেশন কো আউনেষ্টর আর এমসি ক্লামচার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, উত্তম দাস এপি ম্যানেজার গাইবান্ধা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
প্রতিনিধিরা বলেন, ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম গণমাধ্যমের সহায়তায় আরও জনবান্ধব ও কার্যকর হবে। সাংবাদিকরাও সংস্থাটির ইতিবাচক কর্মসূচিগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরার অঙ্গীকার করেন।
শেষে অংশগ্রহণকারীদের মাঝে মতামত বিনিময় এবং ভবিষ্যতে যৌথভাবে সচেতনতা বৃদ্ধির পরিকল্পনার কথাও জানানো হয়।