উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাসের জন্য এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এরপর এটি ধাপে ধাপে তিন দফায় নবায়ন করা হয়। এবার চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হলো।
সরকার সশস্ত্র বাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বা ৬০ দিন বাড়িয়েছে। আগামী ১৪ মে থেকে এ মেয়াদ কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত আজকের প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর সদস্যদের দুই মাসের জন্য এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদান করা হয়। এরপর এটি ধাপে ধাপে তিন দফায় নবায়ন করা হয়। এবার চতুর্থ দফায় মেয়াদ বাড়ানো হলো।