প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৬:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৫, ৭:৫৯ এ.এম
গাইবান্ধায় মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধার ফুলছড়ির উপজেলার বালাসীঘাটে রোববার দুপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ভূক্তভোগী ও এলাকাবাসীর আয়োজনে নারী-পুরুষ,শিশু-বৃদ্ধসহ শতাধিক মানুষ এ কর্মসূচিতে অংশ্র গ্রহন করে।
ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বক্তব্য রাখেনসমাবেশ। ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ সোলেমান,সাবেক মহিলা ইউপি সদস্য রোকেয়া বেগম,বীর মুক্তিযোন্ধা আব্দুল বাসেত সরকার সহ অন্যরা।
বক্তারা অভিযোগ করেন, ব্রহ্মপুত্র নদের পাড় সংলগ্ন কাইয়ার হাট এলাকার নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ নেত্রী রওশন আরা বিভিন্ন সময় এলাকার নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
এরই ধারাবাহিকতায় নিজের মাদক কারবারি ছেলেকে লুকিয়ে রেখে এলাকার নিরাপরাধ ২০ জনের নামে মামলা করেন। মামলাবাজ রওশন আরা সাজানো গুমের মামলা সুষ্ঠ তদন্ত ও কথিত নিখোজ রুহুল আমিন শাপলাকে উদ্ধার করার দাবী জানান বক্তারা।
পরে একটি বিক্ষোভ মিছিল বালাসীঘাটের পাকার মাথা থেকে নদের পাড়ে গিয়ে শেষ হয়।
Copyright © 2025 Gaibandha Express. All rights reserved.