
গাইবান্ধায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সদর উপজেলার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।আজ ১৪ মে বুধবার বেলা ১২ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন সোভার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মৌসুমি বেগম তমার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব ইলিয়াস হোসেন। এছাড়াও শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার বেশি।
আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে সবাই কে সুসংগঠিত হয়ে একযোগে কাজ করতে হবে। সমাজের অর্থনৈতিক উন্নয়নে নারীদের ভুয়ষী প্রশংসা করা হয়।
অনুষ্ঠান শেষে সদর উপজেলার মহিলা দলের আংশিক ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।