গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতার ওপর হামলার পর ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী ফেরদৌস আহমেদ নেহালকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) বিকেলে গাইবান্ধা সরকারি ডিগ্রী কলেজের গেটের সামন থেকে তাকে গ্রেফতার করা হয়।
ফেরদৌস আহমেদ নেহাল (২৫) সাঘাটা উপজেলার হাট ভরতখালী গ্রামের নুরুল ইসলাম ছেলে। নেহালের চাচা মোশাররফ হোসেন সুইট ভরতখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সভাপতি বলে জানা গেছে।গাইবান্ধা সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করা নেহাল ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়।
বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, গোপন খবরে অভিযান চালিয়ে ফেরদৌস আহমেদকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলার ঘটনায় সদর থানায় দায়ের হওয়ার মামলার অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।