
গাইবান্ধার সাঘাটায় বাড়ী মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালে বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জন মারা গেছে ।বৃহস্পতিবার বিকালে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহতরা হলেন সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের পশ্চিম কামালের পাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন মকবুল হোসেনের ছেলে লিমন মিয়া ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী ।
সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, লিমন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিস্কার করার জন্য চালে উঠে । সেখানে বিদুতের সংযোগ লিকেজ হয়ে সম্পুর্ন চাল বিদুতায়িত হয়ে আটকা পরে।
পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন ও স্থানীয় যুবক ইয়াকুব এগিয়ে এলে তারা দুজনও বিদুৎপৃষ্টে হয়ে যায় । বিষয়টি টের পেয়ে বৈদুতিক মেইন সুইচ বন্ধ করে তাদের তিন জনকে সাঘাটা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।
এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।