প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৫, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৫, ৭:২৬ এ.এম
উপদেষ্টাকে নিয়ে পোস্ট, প্রাথমিকের শিক্ষক বরখাস্ত

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উপদেষ্টাকে নিয়ে পোস্ট দেয়ায় সাময়িক বরখাস্ত হয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক।
শনিবার (১৭ মে) রাতে কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীর সই করা এক আদেশে তাকে বরখাস্ত করা হয়।
বহিষ্কৃত ওই শিক্ষকের নাম মনিবুল হক বসুনিয়া। তিনি বিদ্যানন্দ ইউনিয়নের আবুল কাশেম সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
অফিস আদেশে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের পত্র মোতাবেক শিক্ষক মনিবুল হক বসুনিয়া তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে পোস্ট করেন।
এ ধরনের পোস্ট করায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এতে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ) এর ৭ ও ১০ অনুচ্ছেদের পরিপন্থি হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা এর ৩ (খ) বিধি অনুযায়ী অসদাচরণের দায়ে অভিযুক্ত করে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এদিকে, ফেসবুক পোস্টের বিষয়ে অভিযুক্ত শিক্ষক মনিবুল ইসলাম বসুনিয়া বলেন, ‘আড়াই-তিন মাস আগে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের একটা প্রোগ্রামে শিক্ষকরা দশম গ্রেডের দাবি করায় প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা শিক্ষকদের হেয়প্রতিপন্ন করে বলেছিলেন, না পোষালে চাকরি ছেড়ে চলে যান। এর পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষকরা তাদের ভাষায় প্রতিবাদ করেছে, আমি আমার ভাষায় প্রতিবাদ করেছিলাম।’
মনিবুল ইসলাম বসুনিয়া আরও বলেন, ‘আমি যা পোস্ট করেছিলাম তার সারমর্ম হলো, আপনি (উপদেষ্টা) এভাবে শিক্ষকদের অবমাননা করে কথা বলতে পারেন না। আপনি ডাক্তার মানুষ, নিজের পেশায় ফিরে যান। আমাদের বলতেছেন চাকরি ছেড়ে দিয়ে অন্য পেশায় যেতে, আপনি আপনার পেশায় ফিরে যান। সেটা ছিল ওই সময়ের কথা। সেটার জন্য এখন কেন আমাকে বরখাস্ত করা হলো, সেটা আমার বোধগম্য নয়।’
Copyright © 2025 Gaibandha Express. All rights reserved.