
আজ ১৯ শে মে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র ্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল রবিবার আড়াই টার দিকে র ্যাব- ১৩ গোপন সংবাদ ভিত্তিতে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সমাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ১ বছর সশ্রম কারাদণ্ডে দন্ডিত আসামি মোঃ সোহেল (৪৫) কে নিজ বাড়িতে আত্নগোপন থাকা অবস্থায় গ্রেফতার করে।
গ্রেফতার আসামি সোহেল বদিরুজ্জামান এর ছেলে। তিনি আরো জানান লক্ষীপুর জেলা সদর থানায় দায়ের করা প্রতারনা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আসামি কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।