বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলকে ‘ত্যাগ’ করার হুমকি ট্রাম্পের : ওয়াশিংটন পোস্ট

  • Reporter Name
  • Update Time : ০২:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ২৫ Time View

গাজায় ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে ইসরায়েলি হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রভাবশালী এক কর্মকর্তা।

এই বিষয়ে প্রতিবেদনে আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ‘ট্রাম্পের প্রতিনিধিরা ইসরাইলকে জানিয়েছেন, ‘যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে পরিত্যাগ করবে।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আরো বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক।’

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সাথে দেখা না করা নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে তার সফরের সময় ট্রাম্প বলেছিলেন, গাজায় ‘অনেক মানুষ অনাহারে’ রয়েছে।

এদিকে, সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারাও গাজায় ইসরায়েলের ‘জঘন্য কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক আক্রমণ বন্ধ না করলে যৌথ পদক্ষেপের হুমকি দিয়েছেন।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যেখানে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেয়া হয়েছে। তিনি বলেছেন, উভয়পক্ষের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ‘আমরা ইসরায়েলকে পরিত্যাগ করব এই ধারণাটি হাস্যকর।’

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই দাবি উড়িয়ে দিয়ে ওয়াইনেট নিউজকে বলেন, ‘তাদের প্রতিবেদন অর্থহীন। প্রেসিডেন্ট যা বলছেন তাদের তা শুনতে হবে। কিছু অজ্ঞাত উৎস থেকে নয় যারা সবকিছু জানার ভান করে।’

এর আগে এক ভিডিও বার্তায় গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

ইসরায়েলকে ‘ত্যাগ’ করার হুমকি ট্রাম্পের : ওয়াশিংটন পোস্ট

Update Time : ০২:১৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

গাজায় ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ নিতে ইসরায়েলি হামলা জোরদার করার পর যুক্তরাষ্ট্রসহ তার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহার করতে পারে বলে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে। তবে এই দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রভাবশালী এক কর্মকর্তা।

এই বিষয়ে প্রতিবেদনে আরও জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে সতর্ক করেছে, গাজায় যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে ওয়াশিংটন তেল আবিবকে আর সমর্থন দেবে না। আলোচনার সাথে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদপত্রটি জানিয়েছে, ‘ট্রাম্পের প্রতিনিধিরা ইসরাইলকে জানিয়েছেন, ‘যুদ্ধ শেষ না করলে যুক্তরাষ্ট্র ইসরাইলকে পরিত্যাগ করবে।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট আরো বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প চান গাজায় যুদ্ধের অবসান হোক।’

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় নেতানিয়াহুর সাথে দেখা না করা নিয়ে ট্রাম্প প্রশাসনের চাপের বিষয়ে এই প্রতিবেদন প্রকাশিত হয়।

সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর নেতাদের সঙ্গে তার সফরের সময় ট্রাম্প বলেছিলেন, গাজায় ‘অনেক মানুষ অনাহারে’ রয়েছে।

এদিকে, সোমবার ব্রিটেন, ফ্রান্স এবং কানাডার নেতারাও গাজায় ইসরায়েলের ‘জঘন্য কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক আক্রমণ বন্ধ না করলে যৌথ পদক্ষেপের হুমকি দিয়েছেন।

অন্যদিকে, ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পাল্টা জবাব দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। যেখানে একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেয়া হয়েছে। তিনি বলেছেন, উভয়পক্ষের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু ‘আমরা ইসরায়েলকে পরিত্যাগ করব এই ধারণাটি হাস্যকর।’

ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এই দাবি উড়িয়ে দিয়ে ওয়াইনেট নিউজকে বলেন, ‘তাদের প্রতিবেদন অর্থহীন। প্রেসিডেন্ট যা বলছেন তাদের তা শুনতে হবে। কিছু অজ্ঞাত উৎস থেকে নয় যারা সবকিছু জানার ভান করে।’

এর আগে এক ভিডিও বার্তায় গাজার পুরোপুরি নিয়ন্ত্রণ নেয়ার ঘোষণা দেন নেতানিয়াহু।