
জেলা শহরের ডিবি রোডে আসাদুজ্জামান মার্কেটের সামনে ফিলিস্তিনের গাজায় গনহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও জনসংযোগ করেছে হেজবুত তাওহীদ। রবিবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টায় এ মানববন্ধন ও গনসংযোগ করেন তারা। মানববন্ধনে জেলার ৭ উপজেলার হেজবুত তাওহীদের ২ শতাধিক নেতাকর্মীরা অংশগ্রহন করে।
জেলা হেজবুত তাওহীদের সভাপতি জাহিদ হাসান মুকুলের সভাপতিত্বে ও সদর উপজেলা হেজবুত তাওহীদের সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, হেজবুত তাওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুস কুদ্দুস শামীম, রাজশাহী বিভাগীয় সভাপতি, আশেক মাহামুদ, জেলা রাজনৈতিক যোগাযোগ বিষয় সম্পাদক আকতার হোসেন ওপেল, হেজবুত তাওহীদের ফুলছড়ি উপজেলা সভাপতি মাহাবুর রহমান।
বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজায় নির্মমভাবে নারী পুরুষ সহ শিশুদের কে বোমা মেরে হত্যা করা হচ্ছে। এ অবস্থায় জাতিসংঘ সহ মুসলিম দেশের সংগঠন ওয়াইসি নিশ্চুপ রয়েছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা ফিলিস্তিনের গাজায় গনহত্যা বন্ধ সহ তাদের মানবাধিকার রক্ষায় বিশ্ব নেতাদের প্রতি জোর আহব্বান জানান।
মানববন্ধন চলাকালে পথচারীদের মাঝে গাজা পরিস্থিতি ও মুসলিম জাতির করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।