
কারাগারে বই পড়ে সময় কাটাছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তার আইনজীবী জানিয়েছেন,কারাগারে আইনবিষয়ক বই পড়তে চেয়েছেন পলক। তিনি পাঁচটি বই চেয়েছেন।
সোমবার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদের আদালত এ আদেশ দেন। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাকে সিএমএম আদালতে তোলা হয়।
আদালতে আসার সময় তার পরনে বুলেট প্রুফ জ্যাকেট, মাথায় হেলমেট ও পেছনে হ্যান্ডকাফ ছিল। হেলমেট ও জ্যাকেট খুলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তখনো বিচারক এজলাসে ওঠেননি। ওই সময় আদালতে উপস্থিত থাকা তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখীকে কারাগারে আইনবিষয়ক কয়েকটি বই পৌঁছে দিতে বলেন।
রাখী জানতে চান, কী কী বই দিতে হবে?
এ সময় পলক জানান, ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি), দেওয়ানি কার্যবিধি (সিপিসি), দণ্ডবিধি, ডিজিটাল নিরাপত্তা আইনে উন্নয়নের দর্শন এবং জাতীয় সংসদে জুনাইদ আহমেদ পলক।
তিনি আইনজীবীকে জানান, কারাগারে তার বই পড়ে ও লেখালেখি করে সময় কাটছে। তবে এবার আইনবিষয়ক বই পড়তে চান তিনি।
আজ আদালত পলককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। কাঠগড়ায় থাকাবস্থায় আদালতের শুনানির দিকে তিনি মনোযোগী ছিলেন।