
(৩১মে) শনিবার রাত ৮ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র ্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় র ্যাব -১৩ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকার সবুজবাগ থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দন্ডিত ও ১০ হাজার টাকা অর্থদন্ডে অনাদায়ে দন্ডিত ২ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত পলাতক গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আজাদুল ইসলাম (৬৫) কে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রাম থেকে বিকেল ৩ টার দিকে আত্নগোপন থাকা অবস্থায় তাকে গ্রেফতার করে। গ্রেফতার আজাদুল ইসলাম ওই গ্রামের ফজলুল হকের ছেলে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Reporter Name 














