
গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত ৩ চোরের পরিচয় মিলেছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে গরু চুরি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে নিহত ৩ চোরের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, (১)বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার(৫০),(২) বগুড়া জেলার দুপচাচিয়া গ্রামের সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)(৩)বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল(৩৮)বলে জানা গেছে।
গাইবান্ধা প্রতিনিধি 









