গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৬৬ বছর বয়সি এক বৃদ্ধা নারীকে ফাঁকা মাঠে হাত-পা বেঁধে নির্যাতন (ধর্ষণ) মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে (৪৫) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল সাড়ে ৩ টা গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো রাজিব আহমেদ।
জানা যায়, গত রোববার (২ নভেম্বর) রাত ৮টার দিকে সাদুল্লাপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা থেকে আটক করে।
গ্রেফতার আইয়ুব আলী উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আলীনগর গ্রামের আকবর আলীর ছেলে। পেশায় কৃষক এবং দুই সন্তানের জনক তিনি।
এর আগে, গত ১৯ অক্টোবর দুপুরে সাদুল্যাপুর উপজেলার আলীনগর গ্রামের একটি ফাঁকা মাঠে ছাগল আনতে যাওয়া ওই বৃদ্ধা নারীকে হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায় আইয়ুব আলী। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগীর ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা করেন।