
গাইবান্ধায় আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর উদ্বোধন
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারা দেশের ন্যায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে গাইবান্ধায় জেলা পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।
আজ(১৫ নভেম্বর) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ষ্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে ও খেলোয়াড় যাচাই বাছাই কমিটির সদস্য সাইফুল ইসলামের সঞ্চালনায় বেলুন ও ফেষ্টুন উড়িয়ে খেলাটির উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংগঠক ও গাইবান্ধা জেলার প্রধান সমন্বয়কারী নাজমুল হাসান সোহাগ, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, সদর বিএনপির সাবেক সাধারন সম্পাদক, ইলিয়াস হোসেন, অংশগ্রহনকারী কলেজের অধ্যক্ষের প্রতিনিধিগন সহ অন্যরা। টুনার্মেন্টে অংশ নিচ্ছে জেলার ৭ উপজেলার ৭ টি সরকারী কলেজ ও ৫ টি বেসরকারী কলেজ।
সরকারি কলেজ সমুহ হচ্ছে, গাইবান্ধা সরকারি কলেজ, সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ, ফুলছড়ি সরকারি কলেজ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ, বোনারপাড়া সরকারি কলেজ, সাদুল্যাপুর সরকারী কলেজ, পলাশবাড়ী সরকারি কলেজে।
অপর দিকে বেসরকারি কলেজ সমুহ হচ্ছে, সদরের হাজী ওসমানগনী ডিগ্রি কলেজ, তুলসীঘাট শামছুল হক ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ উপজেলার সাঘাটা ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ ডিগ্রি কলেজ, মহিমাগঞ্জ কারিগরী কলেজ।
উদ্বোধন শেষে সুন্দরগঞ্জ ডি ডাবলু ডি সরকারি কলেজ ও গোবিন্দগঞ্জ সরকারি কলেজ খেলায় অংশ গ্রহন করে। খেলায় ১-৬ গোলে পরাজিত করে গোবিন্দগঞ্জ সরকারি কলেজের খেলোয়াড়রা।
আগামি ২২ শে নভেম্বর বিকাল ৩ টায় জেলা ষ্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 














