
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।
গাইবান্ধায় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার ত্রি-বার্ষিক সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের মানবাধিকার সংস্থার মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে মানবাধিকার সংগঠক, আইনজীবী, সমাজকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বক্তারা মানবাধিকার সুরক্ষায় আইনি সহায়তার গুরুত্ব, নারীর অধিকার সুরক্ষা, শিশু নির্যাতন প্রতিরোধ, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিনামূল্যে আইন সহায়তা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার গাইবান্ধা জেলা শাখার সভাপতি শামীম আল সাম্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মু. মাহমুদুল হাসান মাহমুদ। তিনি বলেন, “মানবাধিকার সুরক্ষা শুধু রাষ্ট্রের দায়িত্ব নয়; সমাজের প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। আইন সহায়তা প্রাপ্তি প্রতিটি অসহায় মানুষের মৌলিক অধিকার।”
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রশিদ বলেন, “আইন সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা মহিলা বিএনপির সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন সোভা,
সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক মোঃ হারুন অর রশিদ বাদল, সংস্থার জেলা শাখার সহ-সভাপতি মোছাঃ রাবেয়া বেগম গিনি, সাংগঠনিক সম্পাদক মোছাঃ ফারজানা রহমান দিবা, গাইবান্ধা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রুবেল, জেলা জাসাসের সাধারণ সম্পাদক খান মোঃ কাওসার ওয়াহিদ সুজন, মানবাধিকার কর্মী ও সাংবাদিক মোঃ সালাউদ্দিন কাশেম, মানবাধিকার
কর্মী মোছাঃ জাহানারা বেগম,
মোঃ জনি শেখ, মোছাঃ মাজেদা খাতুন কল্পনা, মোছাঃ পাপিয়া, মোছাঃ কল্পনা খাতুন, মেহেজাবিন, মোছাঃ নাইচ বেগম, মোছাঃ সোহানা খাতুন, মোছাঃ শ্যামলী বেগম, আফসানা মিমি
মোঃ বিথি বলেন বেগম, মোছাঃ শাহানা পারভীন মুন্নি, মোঃ ফারুক মিয়া মোঃ মনু খন্দকার, মোঃ রবিন, মশিউর রহমান
প্রমুখ।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থার জেলা শাখার সাধারণ সম্পাদক ফারহান শেখ, দপ্তর সম্পাদক মোহাম্মদ শাহ্ কামাল, অর্থ সম্পাদক নিয়াম শেখসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় একাধিক সংগঠক ও সমাজকর্মীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
ফারহান শেখ
গাইবান্ধা প্রতিনিধি
০৯-১১-২৫