গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৩ বছরের এক স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. সজিব মিয়া (২০)–কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেফতার করেছে র্যাব।
এজাহার সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর রাত ১২টার পর বিভিন্ন প্রলোভনে ভিকটিমকে ডেকে নিয়ে প্রধান আসামি ও সহযোগীরা পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২৫) এর ৯(৩) ধারায় মামলা দায়ের করেন।
ঘটনার পর আসামিরা আত্মগোপনে গেলে র্যাব ছায়াতদন্ত শুরু করে। র্যাব-১৩ (গাইবান্ধা) ও র্যাব-৪ (সাভার) এর যৌথ অভিযানে ১৫ নভেম্বর রাতে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, নারী ও শিশু নির্যাতনসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।