গাইবান্ধায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার।
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার একবারপুর এলাকায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় রংপুর–ঢাকা মহাসড়কের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চলন্ত বাসে অভিযানে আলামত উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শাকিল আহমেদ (২৭)। তিনি সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ৭নং বারুহাঁস ইউনিয়নের বিনসাড়া গ্রামের বাসিন্দা।
অভিযান সূত্র জানায়, শাকিল আহমেদের বহন করা একটি কালো ব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাঁজার স্থানীয় অবৈধ বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আসামিকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ১৯(ক) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।