
গাইবান্ধায় যুবককে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা: র্যাবের যৌথ অভিযানে পাবনা থেকে প্রধান আসামি গ্রেফতার।
গাইবান্ধায় শ্বাসরোধে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি মোছাঃ শেফা বেগমকে অবশেষে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব–১৩ ও র্যাব–১২–এর যৌথ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা এ নারী আসামিকে পাবনা জেলার সদর উপজেলার দিলালপুর এলাকা থেকে আটক করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, নিহত শরিফ রহমান শুভ’র সৎমা শেফা বেগম বাদীর তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী। পারিবারিক বিরোধের জের ধরে তিনি তার সহযোগীদের নিয়ে ২৬ ফেব্রুয়ারি বিকেল থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত অজ্ঞাত স্থানে শুভকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেন। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করার উদ্দেশ্যে তার মরদেহ গাছের ডালে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়।
ঘটনার পর গাইবান্ধা সদর থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার প্রমাণ মিললে নিহতের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন (মামলা নং ০৩/৩২৪, তারিখ ০২/০৯/২০২৫; ধারা ৩০২/২০১/৩৪)।
র্যাব জানায়, ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করায় গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে পাবনার দিলালপুর এলাকায় অভিযান পরিচালনা করলে প্রধান আসামি শেফা বেগমকে গ্রেফতার করা সম্ভব হয়।
গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বলেছে, এ ধরনের নির্মম ঘটনাগুলোর প্রতিরোধে সংস্থার সদস্যরা ভবিষ্যতেও একইভাবে অভিযান চালিয়ে যাবে।
গাইবান্ধা প্রতিনিধি 

















