
গাইবান্ধায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি করে ২ কেজি গাঁজা সহ দুই নারী আটক।
গাইবান্ধার পলাশবাড়ী থানাধীন মহেষপুর এলাকায় রংপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী হাসান নামক একটি বাসে তল্লাশি চালিয়ে দুই নারী মাদক বহনকারীকে গ্রেফতার করেছে ডিএনসি গাইবান্ধা। বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসি সূত্র জানায়, বিশেষ তথ্যের ভিত্তিতে বাসটি থামিয়ে তল্লাশি চালানো হলে দুই নারী মাদক বহনকারীর পরিহিত বোরকার নিচে পেটের সাথে পেঁচিয়ে লুকানো অবস্থায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নারীরা হলেন—
১) মোছা. হোসনে আরা (৩২), স্বামী: মো. মিজানুর রহমান, মাতা: মোছা. জাহানারা খাতুন
২) মোছা. আসমা আক্তার (২৭), স্বামী: মো. আমিনুল হক, মাতা: মোছা. আনোয়ারা বেগম
উভয়ের স্থায়ী ঠিকানা—পাটেশ্বরী, ওয়ার্ড নং ০৫, ইউনিয়ন পাইকেরছড়া, থানা ও উপজেলা ভূরুঙ্গামারী, জেলা কুড়িগ্রাম।
ঘটনার পর তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা (০১টি) দায়ের করা হয়েছে। মামলার বাদী ডিএনসি গাইবান্ধার ‘খ’ সার্কেলের ইন্সপেক্টর মো. মোস্তফা জামান।