
গাইবান্ধার সাদুল্লাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই নারী ৫০ বোতল ফেন্সিডিলসহ আটক।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রংপুর–ঢাকা মহাসড়কে একটি নম্বরবিহীন সিএনজি থামিয়ে তল্লাশি চালানোর সময় তাদের দেহে স্কচটেপে পেঁচানো অবস্থায় এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—বগুড়ার মোছাঃ বেলি আক্তার (২৪) এবং লালমনিরহাটের মোছাঃ আয়না বেগম (৩২)। উদ্ধারকৃত ফেন্সিডিলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


















