
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় BBH-এর উদ্যোগে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে স্থানীয় একটি বাসভবনের সামনে অনুষ্ঠানের মাধ্যমে ২০টি পরিবারের হাতে প্রয়োজনীয় নিত্যপণ্য তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন BBH-এর মার্কেটিং ম্যানেজার মোঃ ফেরদৌস আলম, মোঃ ইমরানুল হক এবং আয়োজক সাকিব হাসানসহ স্থানীয় টিমের সদস্যরা।
সংগঠনের সাদা ইউনিফর্ম পরিহিত তরুণ সদস্যরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শৃঙ্খলাপূর্ণভাবে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেন।
টেবিলজুড়ে সাজানো ছিল চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
এ সময় এক প্রতিনিধির বক্তব্যে বলা হয়,
“মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও আয় বৃদ্ধির লক্ষ্যে BBH কাজ করছে। পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।”
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, BBH ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।