
গাইবান্ধা কারাগার হাজতী আওয়ামীলীগ নেতার মৃত্যু
গাইবান্ধা জেলা কারাগারের হাজতী ও আওয়ামীলীগ নেতা তারিক রিফাত এর মৃত্যু হয়েছে।
মৃত তারিক রিফাত জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি ও রাজাহার ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ছেলে।
জানা যায়, গাইবান্ধা গোবিন্দগঞ্জ চৌকি আদালত থেকে হাজতী তারিক রিফাতকে গাইবান্ধা জেলা কারাগারে প্রেরণ করা হয়। রোববার বিকেল ৪টায় তারিক রিফাতকে কারাগারে গ্র্রহন করা হলে তিনি সে সময় অসুস্থ্য বোধ করার কথা জানান। এসময় তাকে গাইবান্ধা জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। এবং সেখানে তিনি মারা যান।
নিয়াম শেখ গাইবান্ধা প্রতিনিধি 









