শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BAUST) শিক্ষার্থী শাহ্ রাহিম কবীর তুরাগ ও তার ছোট ভাই শাহ্ তাশদীদ কবীর তিতাসের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে বুধবার সকালে গাইবান্ধা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন তুরাগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুরাগ জানান, গত ১ নভেম্বর গাইবান্ধা সদর থানায় জিডি নং–৩৮ এর মাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলা হয়। অথচ ঘটনার দিন তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিত ছিলেন এবং তার ছোট ভাই আহমদ উদ্দিন শাহ্ রংপুরে নানু ভাইয়ের বাসায় বেড়াতে ছিলেন। স্বাভাবিক অবস্থান থেকেও দূরে থাকার পর এই মিথ্যা জিডি দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তুরাগ আরও অভিযোগ করেন, জিডির বাদী পক্ষ বিভিন্ন মাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে যে তারা নিজেদের ক্ষতি করে দুই ভাইকে মিথ্যা মামলায় ফাঁসাবে। এসব ঘটনায় তার ছোট ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তিনিও চরম মানসিক চাপের মধ্যে আছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক জিডির তীব্র নিন্দা জানান এবং গাইবান্ধা সদর থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। সেই সঙ্গে হয়রানিকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধন্যবাদ।
শাহ্ রাহিম কবীর তুরাগ
সাং—ডেভিড কোম্পানি পাড়া

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Farhan Shekh

জনপ্রিয়

গাইবান্ধায় কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় তিন সাংবাদিকের উপর হামলা

মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

Update Time : ১১:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

মিথ্যা জিডির প্রতিবাদে গাইবান্ধায় শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা ও বাংলাদেশ সেনাবাহিনী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (BAUST) শিক্ষার্থী শাহ্ রাহিম কবীর তুরাগ ও তার ছোট ভাই শাহ্ তাশদীদ কবীর তিতাসের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের অভিযোগ উঠেছে। এ অভিযোগের প্রতিবাদে বুধবার সকালে গাইবান্ধা সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন তুরাগ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তুরাগ জানান, গত ১ নভেম্বর গাইবান্ধা সদর থানায় জিডি নং–৩৮ এর মাধ্যমে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট অভিযোগ তোলা হয়। অথচ ঘটনার দিন তিনি বিশ্ববিদ্যালয়ে ক্লাসে উপস্থিত ছিলেন এবং তার ছোট ভাই আহমদ উদ্দিন শাহ্ রংপুরে নানু ভাইয়ের বাসায় বেড়াতে ছিলেন। স্বাভাবিক অবস্থান থেকেও দূরে থাকার পর এই মিথ্যা জিডি দায়ের করে তাদের হয়রানি করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

তুরাগ আরও অভিযোগ করেন, জিডির বাদী পক্ষ বিভিন্ন মাধ্যমে ধারাবাহিকভাবে হুমকি দিচ্ছে যে তারা নিজেদের ক্ষতি করে দুই ভাইকে মিথ্যা মামলায় ফাঁসাবে। এসব ঘটনায় তার ছোট ভাই মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তিনিও চরম মানসিক চাপের মধ্যে আছেন বলে জানান।

সংবাদ সম্মেলনে তিনি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক জিডির তীব্র নিন্দা জানান এবং গাইবান্ধা সদর থানা ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন। সেই সঙ্গে হয়রানিকারী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে গাইবান্ধার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধন্যবাদ।
শাহ্ রাহিম কবীর তুরাগ
সাং—ডেভিড কোম্পানি পাড়া